আমাদের সম্পর্কে !
মানহিগ মুদলাখ এ স্বাগতম
মানহিগ মুদলাখ হলো একটি অতি সাধারন জনকল্যান মূলক সংস্থা বা কোম্পানী। যেটা ধর্ম, বিশ্বাস, রাজনীতি, অর্থনীতি, কোটা সংস্কার আন্দোলন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, বিশ্বকাপ, ক্রিপটোকারেন্সি কি ও কেন? বিটকয়েন কি? ব্লকচেইন কি ও কেন? বিটকয়েন কি হালাল ব্যাবসা? ইত্যাদী বিষয়ে স্বাধীন ও সার্বভোম মত প্রকাশ করে । মানহিগ মুদলাখ কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গের সাথে মানহিগ মুদলাখের বিন্দু মাত্রও সম্পর্ক নেই। মানহিগ মুদলাখের প্রতিটি কন্টেন্ট মানহিক মুদলাখের একান্ত নিজস্ব এবং সম্পুর্ন সৃজনশীল। মানহিগ মুদলাখের সাথে কোনো জঙ্গী সংগঠন কিংবা ব্যক্তিবর্গের কোনো সংযোগ নেই ।
মানহিগ মুদলাখের মূল উদ্বদেশ্য হলো সমগ্র মানবজাতীকে জাতী, ধর্ম, বর্ন, গোষ্ঠী, দল, উচু-নিচু, রাজা-প্রজা, ধনী-গরীব, সুন্নি-শীয়া, হিন্দু-মুসলিম ইত্যাদী ভেদাভেদ থেকে সম্পুর্ন ফারাক করে একমাত্র স্রষ্টার দ্বীনের প্রতি আহবান করা। আর স্রষ্টার কাছে সম্পুর্ন রুপে আত্মসমর্পনই স্রষ্টার একমাত্র দ্বীন। স্রষ্টার দ্বীনে কোনো ভেদাভেদ নেই। স্রষ্টার দ্বীনে স্রষ্টাই একমাত্র রাজা আর মানুষ সহ সমগ্র সৃষ্টিই তাঁর প্রজা।
এখন প্রশ্ন হলো মানহিগ মুদলাখ কি কোনো ধর্ম, দ্বীন নাকি জাতী?
মানহিগ মুদলাখ আসলে কোনো ধর্ম, দ্বীন কিংবা কোনো জাতী নয়। মানহিগ মুদলাখ হলো স্রষ্টার কাছে সম্পূর্ণরুপে আত্মসমর্পণ। জীবন পরিচালনার সমগ্রক্ষেত্রে স্রষ্টার বিধান সম্পুর্ন রুপে মেনে নেওয়াই মানহিগ মুদলাখ।
মানহিগ মুদলাখের সদস্য কারা?
যারা নিজেদের জীবন পরিচালনার ক্ষেত্রে, বিচার কার্জ পরিচালনার ক্ষেত্রে, দেশ,রাষ্ট্র ও সমাজ পরিচালনায়, যেকোন বিধান প্রনয়ণে, সমপত্তির ভাগাভাগীর ক্ষেত্রে অর্থাৎ সর্বক্ষেত্রে স্রষ্টার বিধানের উপর নির্ভরশীল; তারা সবাই মানহিগ মুদলাখের সদস্য। আর এরাই মুলত স্রষ্টার কাছে সম্পুর্নরুপে আত্মসমর্পন কারী। আর স্রষ্টার কাছে সম্পুর্ন রুপে আত্মসমর্পণকারী যে কেউ-ই মানহিগ মুদলাখের সদস্য।
মানহিগ মুদলাখের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
স্রষ্টার কাছে আত্মসমর্পনই শ্রেষ্ট দ্বীন